New Update
/anm-bengali/media/media_files/bjFSQX0dO4lWtj744Dft.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিদ্যুতের বিলের কারণে গরিব মানুষের মাথায় হাত পড়ে বহু সময়েই। মধ্যবিত্তদেরও নাজেহাল হতে হয়। তবে এবার কর্ণাটকবাসীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কর্ণাটকের গার্হস্থ্য গ্রাহকদের জন্য ২০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে বলে জানিয়েছেন সিদ্দারামাইয়া। ফলে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে আর কর্ণাটকের গার্হস্থ্যদের কোনও বিদ্যুৎ বিল দিতে হবে না। সদ্য কর্ণাটকে সরকার গঠন করেছেন সিদ্দারামাইয়া। শুরুতেই এই ঘোষণায় কর্ণাটকে কংগ্রেসের মাটি আরও শক্ত হবে বলে আশা করা হচ্ছে।
200 units of free power will be provided to all domestic consumers including to those living in rented accommodations in the state: Karnataka CM Siddaramaiah pic.twitter.com/YZDuI3G6Vo
— ANI (@ANI) June 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us