New Update
/anm-bengali/media/media_files/CLANrNxGDMlPpCYiMudf.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুতে প্রচারে গিয়ে ওখানকার একটি পাঁচতারা হোটেলে কয়েকদিন ছিলেন প্রধানমন্ত্রী। তার জন্যে বিল হয়েছিল ৮০ লক্ষ ৬০ হাজার টাকা। প্রধানমন্ত্রী বলে কথা, এতোটা বিল আসা স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রী বলে কি তিনি বিল মেটাবেন না! তবে হয়েছে সেটিই। টানা এক বছরের বেশি সময় ধরে এই বিল বকেয়া রয়েছে।
তাই এবার মোদির বিল নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে ওই হোটেল কর্তৃপক্ষ। মোদির বিরুদ্ধে সর্বপরী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। তারা সাফ ভাষায় জানিয়েছেন, আগামী ১ জুনের মধ্যে ওই বকেয়া না মেটানো হলে তারা আদালতের দ্বারস্থ হবেন। আর তাতে হইতো সমস্যায় পড়তে পারেন মোদি, অন্তত এমনটাই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/5sxPr1USxzgnHzrEjtpO.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us