ঘোড়া চালিয়ে পড়া, এবার আইআইটি মাদ্রাসে রুদ্রপ্রয়াগের অতুল

ঘোড়া-খচ্চর চালিয়ে পড়াশোনা, এবার আইআইটি মাদ্রাসে সুযোগ — রুদ্রপ্রয়াগের অতুলকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-23 10.15.47 PM

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ছেলে অতুল কঠিন জীবন সংগ্রামকে সঙ্গী করেও অর্জন করেছেন অসাধারণ সাফল্য। কেদারনাথ অঞ্চলে ঘোড়া ও খচ্চর চালিয়ে পড়াশোনার খরচ চালানো অতুল এবার সুযোগ পেয়েছেন দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাসে। এই সাফল্যে খুশি হয়ে বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে ফোন করে অতুলকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, “অতুলের কঠোর পরিশ্রম এবং সংকল্প অন্যান্য যুবকদের অনুপ্রাণিত করেছে। সাধারণ পরিস্থিতিতেও যদি কেউ দৃঢ় মনোভাবে এগিয়ে যায়, তাহলে জীবনে কিছুই অসম্ভব নয়।”

তিনি আরও বলেন, “অতুল শুধু রুদ্রপ্রয়াগ নয়, গোটা উত্তরাখণ্ডের গর্ব। তার এই সাফল্য প্রমাণ করে, ইচ্ছাশক্তি থাকলে বাধা পেরিয়ে যাওয়াই যায়।” মুখ্যমন্ত্রী অতুলকে সবরকম সহায়তার আশ্বাসও দিয়েছেন। প্রসঙ্গত, অতুল কেদারনাথ ধামে ঘোড়া-খচ্চর চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং সেই অর্থেই নিজের পড়াশোনার খরচ চালাতেন। এই কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই আজ তিনি পৌঁছেছেন আইআইটি মাদ্রাসে, যা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের বহু ছাত্রছাত্রীকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে।