Manipur: শান্তি বজায় রাখার আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর

মণিপুরবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ম্নবভ

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে হিংসা রুখতে কেন্দ্রের বড় পদক্ষেপ। মণিপুরের হিংসার কারণ জানতে তৈরি করা হচ্ছে শান্তি কমিটি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিটি গঠন ও পরিচালন করা হবে। সংরক্ষণ নিয়ে মণিপুরে বিগত এক মাস ধরে যে হিংসা-অশান্তি ছড়িয়েছে, তার কারণ জানার জন্য সিবিআইয়ের বিশেষ দলকে তদন্তভার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিবিআই তদন্তের উপরে নজর রাখবে এই কমিটি। এছাড়া মণিপুরবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, “আমি মণিপুরবাসীর কাছে আবেদন করতে চাই যে দয়া করে ভুয়ো খবরে কান দেবেন না। আদালতের নির্দেশ ঘিরে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তার জেরেই হিংসা ছড়িয়েছে। কেন্দ্রের তরফে বেশ কয়েকটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। কেন্দ্রের অবস্থান সম্পর্কেও বলতে চাই যে যারা সাসপেনশন অব অপারেশন এগ্রিমেন্ট ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাদের কাছে অস্ত্রশস্ত্র রয়েছে, তাদের অনুরোধ করছি আপনারা পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করুন। আগামীকাল থেকে তল্লাশি অভিযান শুরু হবে এবং সেই সময় যদি কারোর কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”