সংসদে দাঁড়িয়ে ‘অপারেশন মহাদেব’ নিয়ে চর্চা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

পহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত তিন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
amit shah terrorist attack

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় জবাবী ভাষণ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সভাকক্ষে দাঁড়িয়ে শাহ বলেন, “এক যৌথ ‘অপারেশন মহাদেব’-এ, ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ পহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত তিন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে”।

একই সাথে লোকসভায় অপারেশন সিঁদুর সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেন, “ধর্ম জিজ্ঞাসা করে তাদের পরিবারের সামনে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে। আমি এই বর্বর কাজের নিন্দা জানাই। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই”।

GxAW_mcWcAAMO8j