বিহার নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে নীতীশের নামে হোর্ডিং- চমক চারিদিকে

‘২৫ সে ৩০, ফির সে নীতীশ’—রাজধানীর কোটওয়ালি এলাকায় নজর কাড়ল পোস্টার।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
nitish kumaaa.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের ঠিক আগেই পাটনায় দেখা গেল নতুন রাজনৈতিক বার্তাসমৃদ্ধ একটি হোর্ডিং। কোটওয়ালি এলাকার বিভিন্ন স্থানে টাঙানো এই পোস্টারে লেখা— “২৫ সে ৩০, ফির সে নীতীশ”, অর্থাৎ ২০২৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত আবারও নীতীশ কুমারকে ক্ষমতায় দেখার ইচ্ছা বা দাবি প্রকাশ করা হয়েছে।

Screenshot 2025-11-10 9.54.46 AM

রাজধানীর ব্যস্ত রাস্তায় পোস্টারটি পথচারী ও ভোটারদের দৃষ্টি কাড়ছে। নির্বাচন প্রচারের শেষ মুহূর্তে এই ধরনের ভিজ্যুয়াল ক্যাম্পেইন রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। যদিও হোর্ডিংটি কারা দিয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে নীতীশ কুমারের সমর্থক গোষ্ঠীর তরফ থেকেই এটি করা হয়েছে বলে অনুমান রাজনৈতিক মহলের।