/anm-bengali/media/media_files/gGu04LRHptLSNki9iQLa.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ট্যুইট করে বড় বার্তা জানালেন সুকান্ত বাবু।
/anm-bengali/media/media_files/YA6OJysDl5G9smbbaPIT.jpg)
তিনি বলেছেন, "নকশালবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এক ঐতিহাসিক সাফল্য!
আজ ছত্তিশগড়ের নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ২৭ জন কুখ্যাত মাওবাদী নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন CPI-মাওবাদীর সাধারণ সম্পাদক নম্বালা কেশব রাও ওরফে বসবরাজু—নকশাল আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা এবং মেরুদণ্ড।
গত ৩০ বছরে ভারতের নকশালবিরোধী অভিযানে এই প্রথম এত উচ্চপদস্থ নেতা নিহত হলেন।
এই ঐতিহাসিক সাফল্য আমাদের নিরাপত্তা বাহিনীর দুর্দমনীয় মনোভাব এবং অসীম সাহসিকতার জ্বলন্ত প্রমাণ। এই বিজয়ের জন্য সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলিকে জানাই কুর্নিশ।তাঁদের সংকল্প এবং সাহসিকতার এই অধ্যায় প্রতিটি ভারতীয় স্মরণে রাখবে।
এই অসামান্য সাফল্যের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি ও স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী জিকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মোদি সরকার ২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যে ভারতের মাটি থেকে নকশালবাদের সম্পূর্ণ নির্মূলের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। ভারত সরকারের প্রতিটি পদক্ষেপে নিরাপদ, শক্তিশালী এবং আত্মনির্ভর ভারতের উত্থান আজ স্পষ্ট। এই ঐতিহাসিক পর্বের সাক্ষী হতে পেরে আমরা গর্বিত।
জয় হিন্দ।
ভারত মাতা কি জয়"।
নকশালবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এক ঐতিহাসিক সাফল্য!
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 21, 2025
আজ ছত্তিশগড়ের নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ২৭ জন কুখ্যাত মাওবাদী নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন CPI-মাওবাদীর সাধারণ সম্পাদক নম্বালা কেশব রাও ওরফে বসবরাজু—নকশাল আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা এবং মেরুদণ্ড।
গত…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us