New Update
/anm-bengali/media/media_files/2025/03/31/Qo8lHQsmvxpoCXTou6VI.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: একদিকে যখন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বিভিন্ন উৎসবে বাধা, অত্যাচার সহ একাধিক অনৈতিক খবর সামনে এসেছে, তখন তার বিপরীতে ভারতে সংখ্যালঘু ঐক্যতাকে আরও স্পষ্ট করে দিল ঈদুল ফিতর উদযাপন করতে আসা মুসলিমদের ওপর হিন্দুদের ফুল বর্ষণ।
/anm-bengali/media/post_attachments/f840bf06-7ff.png)
রাজস্থানের জয়পুরে হিন্দু মুসলিম ঐক্য কমিটির ব্যানারে, দিল্লি রোডে অবস্থিত ঈদগাহে ঈদুল ফিতর উদযাপন করতে আসা মুসলিমদের উপর হিন্দুরা ফুল বর্ষণ করেন। ইতিমধ্যেই এই ভিডিও সামনে এসেছে। যা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্যতাকে স্পষ্ট করছে। দেখুন ভিডিও-
#WATCH | Jaipur, Rajasthan | Under the banner of Hindu Muslim Unity Committee, Hindus showered flowers on the Muslims who came to Eidgah, located at Delhi Road, to celebrate Eid al-Fitr. pic.twitter.com/JsIigQ5yrK
— ANI (@ANI) March 31, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us