/anm-bengali/media/media_files/Oik2VfLraxhghfGsQRLd.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিবৃতির প্রেক্ষিতে এবার বার্তা দিলেন আসামের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তিনি খেলা ঘুরিয়ে দিয়ে মল্লিকার্জুন খাড়গে নয় বরং কংগ্রেসের অন্য নেতাদের এই বিষয়ে নিশানা করেছেন। তিনি বলেছেন, "রাজনীতিতে প্রয়াত বাবা বা মাকে উল্লেখ করা ভুল। আমি দেখেছি কংগ্রেসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবা ও মাকে তুলে আনার প্রবণতা রয়েছে। এই বিষয়ে গান্ধী পরিবার বা কংগ্রেসের অভ্যন্তরীণ টেবিলে আলোচনা হতে পারে। এর আগে মল্লিকার্জুন খাড়গে এমন ছিলেন না। তিনি রাবার স্ট্যাম্প। তাকে এমন কথা বলতে বাধ্য করা হচ্ছে, আর কে তাকে এটা বলতে বাধ্য করেছে, আমরা তা জানি"। হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের পরেই অনেকেই মনে করছেন, তাহলে কি মল্লিকার্জুন খাড়গের পাশে দাঁড়ালেন হিমন্ত বিশ্ব শর্মা?
#WATCH | Jaipur, Rajasthan: On Congress National President Mallikarjun Kharge's statement on PM Modi, Assam CM and BJP leader Himanta Biswa Sarma says, "In politics, it is wrong to make reference to a late father or mother... I have seen the tendency of Congress to bring up PM… pic.twitter.com/zyC6mGnOTK
— ANI (@ANI) November 18, 2023
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us