চিকেন নেকের কাছে বাড়ছে বাংলাদেশের উস্কানি ! গভীর উদ্বেগ প্রকাশ করলেন হিমন্ত বিশ্ব শর্মা

কোন বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন হিমন্ত বিশ্ব শর্মা ?

author-image
Debjit Biswas
New Update
duiuoijj

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি আসামের 'চিকেন নেক' (শিলিগুড়ি করিডোর) অঞ্চলে এমন কিছু দেয়াল লিখন দেখা যাচ্ছে, যেখানে আসামের স্থানীয়দের বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য প্ররোচিত করা হচ্ছে। আর এবার এই বিষয়েই গভীর উদ্বেগ প্রকাশ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,''কিছুদিন আগে ধুবড়ি সফরে গিয়ে আমি এমন কিছু দেয়াল লিখন দেখেছি, যেখানে স্থানীয় জনগণকে বাংলাদেশের প্রতি আনুগত্য দেখানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এই এলাকাটি 'চিকেন নেক'-এর মধ্যে পড়ে।"

himantahr.jpg

এরপর তিনি বলেন,''চিকেন নেক'-এর উভয় দিকেই এমন অনেক বাসিন্দা রয়েছেন, যারা মূলত বাংলাদেশ থেকে এসেছেন। তাদের মধ্যে কিছুজন ১৯৭১ সালের আগেও এসেছেন। যদিও তারা এখন ভারতের নাগরিক, তবুও তাদের উৎস যে বাংলাদেশ একথা মনে করিয়ে দিয়ে ভারত বিরোধী উস্কানি দেওয়ার চেষ্টা চলছে।''