New Update
/anm-bengali/media/media_files/G39BpBurwgy0b01o6bEe.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার সমগ্র উত্তর-পূর্ব ভারতে ৫.৮ মাত্রার একটি তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে। আর এবার এই বিষয়েই একটি গুরুত্বপূর্ণ টুইট করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি নিজের টুইট বার্তায় জানিয়েছেন,''এখনও পর্যন্ত, কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আমরা সমগ্র পরিস্থিতির ওপর সক্রিয়ভাবে নজর রাখার চেষ্টা করছি।" এই ভূমিকম্পের ফলে আসাম রাজ্যের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। তবে, মুখ্যমন্ত্রীর এই টুইট রাজ্যের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।
Assam CM Himanta Biswa Sarma tweets, "...So far, there has been no report of any major damage or loss of life. We are actively monitoring the situation." pic.twitter.com/5BmxQpWEfK
— ANI (@ANI) September 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us