চম্পাই সোরেন...জেএমএমের ১০টি আসন হ্রাস! বড় তথ্য ফাঁস মুখ্যমন্ত্রীর

জেএমএমকে নিয়ে বড় মন্তব্য করলেন হিমন্ত বিশ্ব শর্মা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্কম্ন

নিজস্ব সংবাদদাতাঃ আসামের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বিজেপি সহ-দায়িত্বপ্রাপ্ত সীতা সোরেন সম্পর্কে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "তাঁর স্বামীকে খুন করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হয়নি। সীতা সোরেনের পাশে দাঁড়ানো দলের দায়িত্ব। চম্পাই সোরেনকে ছেড়ে জেএমএমের মোট আসন কমেছে অন্তত ১০টি। নির্বাচনের পর আপনারা এটা দেখতে পাবেন।" 

ল,ন