রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা শুধু ৪ দিনের অপেক্ষা! ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

নব বধূর সাজে সেজে উঠেছে অযোধ্যা। চড়ছে উত্তেজনার পারদ।

author-image
SWETA MITRA
New Update
ram temple.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র ৪ দিন। ২২ জানুয়ারির অপেক্ষা করছেন সমগ্র ভারতবাসী। রামমন্দিরের (Ram Temple)প্রাণপ্রতিষ্ঠাশুধুদিনেরঅপেক্ষা। এদিকে এই নিয়ে এবার একটি বিশেষ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি লেখেন,  শ্রীরামমন্দিরপ্রাণপ্রতিষ্ঠারজন্যবাকি আর ৪দিন। অযোধ্যাপ্রভুকেতাঁরস্বর্গীয়প্রাসাদএবংতাঁরকোটিকোটিভক্তদেরস্বাগতজানাতেসেজে উঠেছে। রামনগরীঅযোধ্যারকিছুমন্ত্রমুগ্ধকরঝলক রইল।‘