BREAKING: অবৈধ অনুপ্রবেশকারীদের উচ্ছেদ অব্যাহত থাকবে ! ফের হুঙ্কার দিলেন হিমন্ত বিশ্ব শর্মা

কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা ?

author-image
Debjit Biswas
New Update
himanta biswa sharmaq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার অবৈধ অনুপ্রবেশকারীদের উচ্ছেদ প্রসঙ্গে এক বড় বার্তা দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,''সম্প্রতি করিমগঞ্জ, ধুবড়ি, চাপর ও শিলচর থেকে কিছু মানুষ লক্ষীমপুরে গিয়ে বসবাস করছিল, তাদের উচ্ছেদ করা হয়েছে লক্ষীমপুরবাসীর স্বাধীনতা রক্ষার জন্য।”

Himanta Biswaq1.jpg

এরপর তিনি আরও বলেন,''ধরা যাক, ৩৫০ জন অবৈধ বাংলাদেশিকে উচ্ছেদ করা হয়েছে, আর তাতে যদি কারও কোনও সমস্যা হয়, তাহলে সেটা তাকে সহ্য করতেই হবে। কারণ একসময় আসামের বহু মানুষ শহীদ হয়েছেন, শুধুমাত্র অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ করার জন্য। আজকে একটি মেয়ের নাম করে কিছু লোক রাজনীতি করছে, যাতে অবৈধ বাংলাদেশিদের সুরক্ষা দেওয়া যায়। তাদের উদ্দেশ্য হলো বিজেপিকে এই উচ্ছেদ অভিযান বন্ধ করতে বাধ্য করা। কিন্তু বিজেপি এই অভিযান চালিয়ে যাবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করে যাবে।”