নিজস্ব সংবাদদাতা : এবার অবৈধ বিদেশী নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বারবার কোর্টের দ্বারস্থ হতে হবে না সরকারকে। আজ এমনই বিস্ফোরক দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,''সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, বিদেশি নাগরিকদের শনাক্ত করতে আর তাদের ফেরত পাঠানোর জন্য সরকারকে সবসময় আদালতের দ্বারস্থ হতে হবে না। ১৯৫০ সালের 'ইমিগ্রেন্টস এক্সপালশন অর্ডার' এখনও কার্যকর রয়েছে এবং এই কারণে জেলা প্রশাসক (DC) সরাসরি কাউকে ফেরত পাঠানোর আদেশ দিতে পারেন।"
/anm-bengali/media/media_files/U2Ruz3ggqAL345SJyedk.jpg)
এরপর তিনি বলেন,''যাদের বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করা হবে, তাদের শুধু ট্রাইব্যুনালে পাঠিয়ে এই বিষয়টিকে সীমাবদ্ধ রাখা হবে না। বারবার পুশব্যাক করা হবে। ইতিমধ্যেই অনেক বিদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে যেসব মামলা আদালতে বিচারাধীন, সেগুলিতে আমরা এখনও ব্যবস্থা নিইনি। এখন এই সংখ্যা বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে।"
BREAKING: অবৈধ নাগরিকদের ফেরত পাঠানো হয়ে যাবে সহজ ! দারুন চাল চাললেন হিমন্ত বিশ্ব শর্মা
কি বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ?
নিজস্ব সংবাদদাতা : এবার অবৈধ বিদেশী নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বারবার কোর্টের দ্বারস্থ হতে হবে না সরকারকে। আজ এমনই বিস্ফোরক দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,''সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, বিদেশি নাগরিকদের শনাক্ত করতে আর তাদের ফেরত পাঠানোর জন্য সরকারকে সবসময় আদালতের দ্বারস্থ হতে হবে না। ১৯৫০ সালের 'ইমিগ্রেন্টস এক্সপালশন অর্ডার' এখনও কার্যকর রয়েছে এবং এই কারণে জেলা প্রশাসক (DC) সরাসরি কাউকে ফেরত পাঠানোর আদেশ দিতে পারেন।"
এরপর তিনি বলেন,''যাদের বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করা হবে, তাদের শুধু ট্রাইব্যুনালে পাঠিয়ে এই বিষয়টিকে সীমাবদ্ধ রাখা হবে না। বারবার পুশব্যাক করা হবে। ইতিমধ্যেই অনেক বিদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে যেসব মামলা আদালতে বিচারাধীন, সেগুলিতে আমরা এখনও ব্যবস্থা নিইনি। এখন এই সংখ্যা বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে।"