প্রধানমন্ত্রীর জন্মদিনে আসামে শুরু হল ১৫ দিনের বিশেষ কর্মসূচি ! বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আসামে ১৫ দিনের একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ক্রমাগত দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন, যা আসামের জন্য গর্বের বিষয়।

মুখ্যমন্ত্রী বলেন, "আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন। আমাদের প্রধানমন্ত্রী ক্রমাগত দেশের সেবা করছেন এবং আমাদের দেশকে একটি উন্নত রাষ্ট্র করার চেষ্টা করে যাচ্ছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়।"

himanta biswa sharmaqw1.jpg

তিনি আরও বলেন,''প্রধানমন্ত্রী আসামের মানুষের জন্য অনেক কিছু করেছেন এবং এখন আসাম নতুন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আসামে এই ১৫ দিনের কর্মসূচিতে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে।''