ভোটে ভোটেই জবাব দিতে প্রস্তুত হিমাচলবাসী!

ভোট দেওয়ার অপেক্ষা করছে ভোটাররাও।

New Update
 lok-sabha-elections_6474914c-7a57-11e9-9073-657a85982e73-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করতে চলেছে। যার জন্যে অধীর আগ্রহে বসে আছে রাজনৈতিক দলগুলি। তবে অপেক্ষা শুধু যে রাজনৈতিক দলগুলি করছে তা নয়, ভোট দেওয়ার অপেক্ষা করছে ভোটাররাও। অন্তত এমনটাই বলছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

anurag thakur fdg.jpg

এদিন তিনি বলেন, “আমরা চাই ভোটের আচরণবিধি জারি হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হোক। হিমাচলের জনগণ তাঁদের রাজ্য সরকারের বিরুদ্ধেই ভোট দিতে চান। গত ১৫ মাসে তারা যে মিথ্যা প্রতিশ্রুতি পেয়েছে তার জন্য মানুষ রাজ্য সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার অপেক্ষা করছে”।

Himachal election: তাশিগাং-এ ভোট পড়েছে ৯৮.৮ শতাংশ

Add 1

cityaddnew

স