BREAKING: তুরস্ক থেকে আপেল আমদানির ওপর নিষেধাজ্ঞা ! কি জানালেন মন্ত্রী

কি বললেন জগৎ সিং নেগি ?

author-image
Debjit Biswas
New Update
ERDOGAN

নিজস্ব সংবাদদাতা : এবার তুরস্ক থেকে আপেল আমদানির ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে, নিজের প্রতিক্রিয়া দিলেন হিমাচল প্রদেশের মন্ত্রী জগৎ সিং নেগি। তিনি বলেন,''আমাদের রাজ্যের আপেল অ্যাসোসিয়েশনগুলি, তুরস্ক থেকে আপেল আমদানির বিষয়টি নিয়ে যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছে। আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে দিল্লি সফর করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে আলোচনার পরিকল্পনাও করেছেন।''

NEGI