/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা : সুস্থ হয়ে ফিরে এসেই নতুন উদ্যমে কাজ শুরুর কথা শোনালেন মুখ্যমন্ত্রী। গত ২৫ অক্টোবর, পেটে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখুকে। আইসিইউতে ছিলেন তিনি। তবে বর্তমানে তিনি একদম সুস্থ। ফিরে এসেছেন সকলের মাঝে। তিনি জানিয়েছেন, ''সবার দোয়ায় সুস্থ হয়ে ফিরেছি। আবার কাজ শুরু করতে হবে। আমি মন্ত্রিপরিষদের সকল সহকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার অনুপস্থিতিতে তাদের কাজ ভালভাবে সম্পাদন করেছেন এবং আমার ত্রুটিগুলি পূরণ করেছেন। দীপাবলিতে, আমি হিমাচলের সুখ এবং সমৃদ্ধি কামনা করছি। আমাদের মন্ত্রিসভার বৈঠক ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে যাতে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।''
#WATCH सभी के आशीर्वाद से मैं स्वस्थ होकर लौटा हूं। दोबारा से हम लोगों को काम पर जुटना है। मैं मंत्रिमंडल के सभी सहयोगियों का, प्रशासन के अधिकारियों को धन्यवाद देना चाहता हूं जिन्होंने मेरी अनुपस्थिति में अपने कार्य को अच्छी तरह निभाया और मेरी कमी को पूरा किया। दीपावली पर मैं… pic.twitter.com/RdmBCCLiLq
— ANI_HindiNews (@AHindinews) November 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us