Cyclone Biparjoy: বিরাট ঢেউ, বাড়ছে আতঙ্ক

ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয়। গুজরাটে আগামী পাঁচ দিন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বাতাসের গতিবেগ বেশি থাকবে, বিশেষত সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলে বলে জানিয়েছে হাওয়া অফিস।

author-image
SWETA MITRA
New Update
biporjoy.jpg


নিজস্ব সংবাদদাতাঃ সাইক্লোন বিপর্যয়কে (Cyclone Biparjoy) ঘিরে মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। এদিকে মহারাষ্ট্রের মুম্বাইতে ঘূর্ণিঝড় বিপর্যয়ের আগে উপকূলীয় অঞ্চলে বিরাট ঢেউ আছড়ে পড়তে দেখা যাচ্ছে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় 'বিপর্যয়' তীব্র আকার ধারণ করেছে। এই ঘূর্ণিঝড়টি "দ্রুত তীব্রতার" সঙ্গে এগোচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ বা আইএমডি (IMD) জানিয়েছে, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' প্রায় উত্তর দিকে অগ্রসর হয়ে ১৫ জুন পাকিস্তান এবং সংলগ্ন সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে আঘাত হানতে পারে।