ইডির সমন অমান্য মামলায় সাময়িক স্বস্তি পেলেন হেমন্ত সোরেন

জিজ্ঞাসাবাদের জন্য সংস্থার সামনে হাজির হননি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Hemant

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ড হাইকোর্ট ইডির সমন অমান্য করার মামলায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে শারীরিকভাবে হাজিরা থেকে অব্যাহতি দিল এবার।

এর আগে ২৪ নভেম্বর হাইকোর্ট ইডির সমন অমান্য করার মামলায় ব্যক্তিগতভাবে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন নাকচ করে দেয়। এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে, হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। হেমন্ত সোরেনের বিরুদ্ধে ইডি রাঁচি আদালতে আবেদন করে কারণ তিনি ক্রমাগত ইডির সমন অমান্য করেছিলেন এবং জিজ্ঞাসাবাদের জন্য সংস্থার সামনে হাজির হননি। নিম্ন আদালত সোরেনকে ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। ব্যক্তিগতভাবে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে এই মামলাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। আর তাতেই স্বস্তি পেলেন হেমন্ত সোরেন।

Hemant