শাসক-বিরোধী মিলে একসাথে খেলছে হোলি ! বেনজির দৃশ্য দেখা গেল ঝাড়খণ্ডে

শাসক আর বিরোধী শিবির দুই মিলেই হোলির উৎসবে মেতে উঠলেন ঝাড়খণ্ডে।

author-image
Debjit Biswas
New Update
Hemant

নিজস্ব সংবাদদাতা : আজ ঝাড়খণ্ডের বিধানসভা প্রাঙ্গণে হোলি মিলন উৎসবে একসঙ্গে অংশ নিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি, ও অন্যান্য মন্ত্রী ও বিধায়করা। এমন দৃশ্য ভারতীয় রাজনীতিতে খুবই বিরল। 

Babulal Marandiq1.jpg

উৎসবের পরিবেশে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে রঙ খেলেন ও একে-অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। হোলির এই মিলন অনুষ্ঠান রাজ্যের রাজনৈতিক সৌজন্যের বার্তা বহন করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।