Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : নকশাল বিরোধী অভিযানে এবার এক বড় সাফল্য অর্জন করলো মহারাষ্ট্রের গাড়চিরোলি জেলার পুলিশ। গতকাল শনিবার এক নকশাল বিরোধী অভিযানে মহারাষ্ট্রের ভাংড়া এলাকার এক কুখ্যাত নকশাল নেতা শঙ্কর ভীমা মহাকাকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)
এই বিষয়ে পুলিশ জানিয়েছে,মহাকা ভাংড়াগড় দলমের সদস্য। সে খুন, অগ্নিসংযোগ এবং আইইডি (IED) বিস্ফোরণ-সহ একাধিক হিংসাত্মক ঘটনায় জড়িত ছিল। এছাড়াও, এনআইএ (NIA)-এর তদন্তাধীন একটি হত্যা মামলায় তার খোঁজ চলছিল। উল্লেখ্য,২০২১ সালের ২১শে জানুয়ারী ঢোররাজ এবং ইরপানারের মধ্যে রাস্তা তৈরির কাজে ব্যবহৃত ১৯টি গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে লাহেরী থানায় মামলা দায়ের করা হয়েছিল, ওই মামলায় মোট ক্ষতির পরিমান ছিল প্রায় ২ কোটি টাকা। মহাকার এই গ্রেপ্তার নকশাল বিরোধী আন্দোলনে এক বড় সাফল্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us