ছত্তিশগড়ে গ্রেপ্তার হেভিওয়েট মাওবাদী নেতা ! বড় সাফল্য পেল পুলিশ

মাওবাদী দমনে বড় সাফল্য পেল পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
Arrest

নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড় পুলিশের ধারাবাহিক প্রচেষ্টা ও ২৭তম ITBP ব্যাটালিয়নের যৌথ অভিযানে, আজ মহলা মনপুর অম্বাগড় চৌকি জেলা থেকে এক লেফট উইং এক্সট্রিমিস্ট (LWE) ও ওভারগ্রাউন্ড ওয়ার্কার (OGW) মোহন গাওড়ে-কে গ্রেপ্তার করা হয়েছে। ITBP জানিয়েছে, "মোহন এলাকায় মাওবাদীদের জন্য রসদ সরবরাহ করা এবং চাঁদা সংগ্রহে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।" 

ITBP POLICE

এই মাওবাদী নেতাকে গ্রেপ্তার করার ফলে এই এলাকায় মাওবাদীদের প্রভাব অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।