নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড় পুলিশের ধারাবাহিক প্রচেষ্টা ও ২৭তম ITBP ব্যাটালিয়নের যৌথ অভিযানে, আজ মহলা মনপুর অম্বাগড় চৌকি জেলা থেকে এক লেফট উইং এক্সট্রিমিস্ট (LWE) ও ওভারগ্রাউন্ড ওয়ার্কার (OGW) মোহন গাওড়ে-কে গ্রেপ্তার করা হয়েছে। ITBP জানিয়েছে, "মোহন এলাকায় মাওবাদীদের জন্য রসদ সরবরাহ করা এবং চাঁদা সংগ্রহে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।"
/anm-bengali/media/media_files/2025/03/12/RPC265eO78UCKz40bulz.jpeg)
এই মাওবাদী নেতাকে গ্রেপ্তার করার ফলে এই এলাকায় মাওবাদীদের প্রভাব অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।