নিজস্ব সংবাদদাতা : আজ তেলেঙ্গানায় আসন ডিলিমিটেশন ইস্যুতে, যৌথ কার্যকমিটির (JAC) প্রথম বৈঠকে, কংগ্রেস নেতা ভি. হনুমান্থ রাও কড়া সমালোচনা করেছেন কেন্দ্রের এনডিএ সরকারের। তিনি বলেন, ''কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যমূলকভাবে এই পদক্ষেপ নিচ্ছে, যাতে লোকসভায় দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব কমে যায়।''
/anm-bengali/media/media_files/2025/03/23/92muq0QyTeJVxWJr1i8R.jpeg)
এছাড়াও তিনি বলেন, "ডিলিমিটেশন ইস্যুতে শুধুমাত্র কেন্দ্রেরই লাভ হবে, কারণ এটি উত্তর ভারতের রাজ্যগুলির আসন সংখ্যা বাড়াবে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলির আসন সংখ্যা কমিয়ে দেবে। তাই, সমস্ত দক্ষিণী রাজ্যের মুখ্যমন্ত্রীদের উচিৎ একসঙ্গে এই ইস্যুর বিরুদ্ধে লড়াই করা।"