New Update
/anm-bengali/media/media_files/bkcJ9RXcKwLC0dQfymOD.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: যখন আমাদের রাজ্য ঠান্ডায় কাঁপছে, সেই সময় আরেক প্রান্তে তুষারপাতেই মজেছে মানুষ। সেই তুষারপাত দেখতেই দূর দূর প্রান্ত থেকে ভিড় জমাচ্ছে সেখানে। অবশ্যই সেই জায়গা হল ভারতের ভূ-স্বর্গ। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার তুলাইল বরফের চাদরে ঢাকা পড়েছে। এমনিতে পার্বত্য এলাকা বহুদিন আগেই বরফের তলায় চলে গিয়েছে, এবার নিচু এলাকা গুলিও বরফে ঢাকা পড়ছে। আর তা দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। যদিও, এই অতিরিক্ত তুষারপাতে তুষারঝড়েরও আশঙ্কা থেকে যায়। তাই প্রশাসন থেকে বেশি উঁচুতে যেতে মানা করা হচ্ছে পর্যটকদের। তাই সেই নিষেধাজ্ঞা নিয়েই পর্যটকদের চলছে কাশ্মীর ভ্রমণ।
#WATCH | Jammu & Kashmir: Bandipora's Tulail covered in snow blanket. pic.twitter.com/4ZSUOdqzol
— ANI (@ANI) January 13, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us