/anm-bengali/media/media_files/PZ8ndykpuY8h7hff5e41.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার ছুটির দিন মহা সমাবেশের ডাক দিয়েছে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (Aam Aadmi Party)। এদিকে আমআদমিপার্টিরসমাবেশকেসামনেরেখেরামলীলাময়দানেপুলিশের কড়ানিরাপত্তামোতায়েন চোখে পড়ার মতো। আম আদমি পার্টির মুখপাত্র রীনা গুপ্তা বলেন, তারা আশা করছেন এক লাখ মানুষ সমাবেশে যোগ দেবেন এবং অধ্যাদেশ ও তাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য দলটি ব্যাপক প্রচার চালাবে। আজকের এই মহা সমাবেশে থাকবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বহু হেভিওয়েট নেতা। উল্লেখ্য, কেন্দ্রেরঅধ্যাদেশেরবিরুদ্ধেআজ 'মহাসমাবেশ' করবেআমআদমিপার্টি। দেখুন ভিডিও...
#WATCH | Delhi: Heavy security deployment in Ram Leela ground ahead of Aam Aadmi Party's rally
— ANI (@ANI) June 11, 2023
AAP will be holding a 'Maha rally' against the Centre's ordinance today pic.twitter.com/ckLQsW9ESA
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us