প্রবল বর্ষণ ও সতর্কবার্তা, দু’দিনের স্কুল ছুটি ঘোষণা

কালাবুরগীতে দু’দিনের স্কুল ছুটি ঘোষণা।

author-image
Aniket
New Update
school.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের কালাবুরগী জেলায় প্রবল বর্ষণের কারণে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আগামী দুই দিন স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। জেলার স্কুল শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) জানিয়েছেন, ২৭ ও ২৮ সেপ্টেম্বর সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া দফতর কালাবুরগীর জন্য ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখেই জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তাই সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই স্কুলে আসা-যাওয়ার সময়ে ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টির ফলে বহু এলাকায় জল জমে গেছে। নীচু এলাকায় জল ঢুকে পড়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।