প্রবল বৃষ্টি, বন্যা! আটক ২০০ জনেরও বেশি মানুষ

হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্বনব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জেলা। এর উপর রবিবার মান্ডি জেলার বিয়াস নদীতে হঠাৎ করে হড়পা বান আসায় ভেসে গিয়েছে একাধিক গাড়ি। অনেক জায়গায় ধসও নেমেছে।

মান্ডি জেলা পুলিশের ডিএসপি সঞ্জীব সুদ জানিয়েছেন, "মান্ডি জেলার বাগিপুল এলাকায় আকস্মিক বন্যায় প্রশার রোডের বাগি ব্রিজের কাছে পর্যটক ও স্থানীয় সহ ২০০ জনেরও বেশি মানুষ আটকে পড়েছে। ওই অঞ্চলের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।"