New Update
/anm-bengali/media/media_files/PDREKjCVM9iM8XlNlbEz.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তর ভারতে বৃষ্টি চলছেই। বাদ যাচ্ছে না দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলি। গত কয়েক দিন ধরেই গুজরাটে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে সড়ক ডুবেছে জলের তলায়। সম্প্রতি গুজরাটের ভাদোদরার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
পাঞ্জাবি ভাষায় দক্ষতা আছে? এখনই Apply করুন
ভাদোদরায় বৃষ্টির হার এতটাই বেশি ছিল যে, সেখানে রীতিমত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভাদোদরার রাস্তায় জলের পরিমাণ এতটাই বেশি যে, গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। তবে এই জমা জলের মধ্যে খেলার মজা নিচ্ছে খুদেরা।
#WATCH | Gujarat | Streets in Vadodara waterlogged, following heavy rainfall in the region.
— ANI (@ANI) June 29, 2023
(Visuals from old Vadodara city area) pic.twitter.com/hYS1gX1A2h
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us