ফের বৃষ্টির ভ্রুকূটি সিমলার বিস্তৃর্ণ এলাকায়

ভারী বৃষ্টিপাতের জন্য 'হলুদ' সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
himachal rain

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের মেঘ ভাঙা বৃষ্টি ভয় বাড়িয়েছে পার্বত্য এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে। ফলে এখন বৃষ্টির পূর্বাভাস যেন শুধুই আতঙ্কের। ফের একবার সিমলায় জারি হল সতর্কতা। আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে, সিনিয়র আইএমডি বিজ্ঞানী, সন্দীপ কুমার শর্মা এদিন বলেন, “আগামীকাল উনা, কাংড়া, সিরমৌর, মান্ডিতে ভারী বৃষ্টিপাতের জন্য 'হলুদ' সতর্কতা জারি করা হয়েছে। ১০ আগস্ট, উনা, কাংড়া, সিরমৌর, মান্ডি এবং বিলাসপুরে বৃষ্টিপাতের গতি বাড়বে। ১১-১২ আগস্ট সমগ্র রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে”।

shimla.jpg