ভারী বৃষ্টিপাতের জের, উত্তরাখণ্ডের জলস্তর বইছে বিপদসীমার ওপর দিয়ে

মাজরি গ্রামে ঋষিকেশ-দেরাদুন মহাসড়ক ভেঙে পড়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Uttarakhand aa

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের ফলে জাখান নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, যার ফলে মাজরি গ্রামে ঋষিকেশ-দেরাদুন মহাসড়ক ভেঙে পড়েছে। জলের তীব্রতা এতোটাই বেশি যে কাছাকাছি একটি মন্দিরে ঢুকে পড়েছে নদীর জল।

এই প্রসঙ্গে এলাকার নায়েব তহসিলদার রাজেন্দ্র সিং রাওয়াত এদিন বলেন, “মাজরি গ্রামের অনেক বাড়িতে উপচে পড়া জল ঢুকে পড়েছে। জলে প্রচুর ক্ষতিগ্রস্ত গাছপালা জলের প্রবাহকে বাধাগ্রস্ত করেছে। এখানে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। আমরা মাজরি গ্রামে ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য একটি দল পাঠিয়েছি”।