ভারী বৃষ্টিতে ব্যাহত জীবনযাত্রা, জারি হলুদ সতর্কতা

শুক্রবার থেকে দক্ষিণ কেরালায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে রাস্তার ওপরে পড়ে যান চলাচল ব্যাহত হয়।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কেরালার তিরুবনন্তপুরমের চাক্কায় শনিবার সকাল থেকে রাস্তায় জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত রয়েছে। দিন পেরোলেও রাস্তা থেকে নামেনি জল একখনও। যার জেরে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্য অফিসযাত্রীদের। 

hiring.jpg

ছোট যানবাহন যেমন দু-চাকার গাড়ি, অটোরিকশা এই রাস্তা পার হতে হিমশিম খাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে কিছু দুর্ঘটনারও খবর পাওয়া গেছে। শ্রীকারিয়ামে, কম্পাউন্ড প্রাচীর ধসে পড়ে এবং বাড়ির উপর পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ভারী বৃষ্টির কারণে রবিবার কান্নুর এবং কাসারাগোড বাদে সমস্ত জেলার জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। রাজ্যের ব্যস্ততম শহর কোচিতে শনিবার থেকে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে।   তিরুবনন্তপুরমের শহর ও নিচু এলাকাগুলোও জলের নিচে ডুবে আছে। 

hiring 2.jpeg