/anm-bengali/media/media_files/BdRyypCkzCOdr9tvzhsu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিন হল কেরালায় বর্ষা (Monsoon) ঢুকে গিয়েছে। এদিকে আজ মঙ্গলার কেরালারকোচিতেভারীবৃষ্টিপাতঅব্যাহতরয়েছে।জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে এর্নাকুলামজেলায়কলেজসহসমস্তশিক্ষাপ্রতিষ্ঠানআগামীকালবন্ধথাকবে। এদিকেপরবর্তীনির্দেশনাদেওয়াপর্যন্তসমস্তখননকাজস্থগিতরাখাহয়েছেবলে জানিয়েছেনজেলাকালেক্টরএনএসকেউমেশ।
আজ দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। এমনকি কেরালায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে কমলা সতর্কতা জারি রয়েছে।
#WATCH | Kerala: Heavy rain continues in Kochi.
— ANI (@ANI) July 4, 2023
All educational institutions including professional colleges in Ernakulam district will remain closed tomorrow due to excessive rainfall in the region. All mining operations have been suspended until further notice: District… pic.twitter.com/khnpu4iaOk
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us