ব্যাপক বৃষ্টি, রেড অ্যালার্ট জারি, বন্ধ হয়ে গেল স্কুল, কলেজ

মঙ্গলবার তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ এখানে ভারী বৃষ্টি হবে।

author-image
SWETA MITRA
New Update
12 rain.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিন হল কেরালায় বর্ষা (Monsoon) ঢুকে গিয়েছে। এদিকে আজ মঙ্গলার কেরালারকোচিতেভারীবৃষ্টিপাতঅব্যাহতরয়েছে।জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে এর্নাকুলামজেলায়কলেজসহসমস্তশিক্ষাপ্রতিষ্ঠানআগামীকালবন্ধথাকবে। এদিকেপরবর্তীনির্দেশনাদেওয়াপর্যন্তসমস্তখননকাজস্থগিতরাখাহয়েছেবলে জানিয়েছেনজেলাকালেক্টরএনএসকেউমেশ।

আজ দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। এমনকি কেরালায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে কমলা সতর্কতা জারি রয়েছে।