/anm-bengali/media/media_files/qNT6TpGe2cHtKkibLhiV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ বেঙ্গালুরুর কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি আগামী কয়েক দিন কর্ণাটক সহ দক্ষিণ ভারতের অনেক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ২৩, ২৬ ও ২৭ মে কেরালার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
#WATCH | Karnataka: Heavy rain and hailstorm lashed Bengaluru city.
— ANI (@ANI) May 23, 2023
(Visuals from BTM layout) pic.twitter.com/dskoBymh7D
বেঙ্গালুরুর আজকের বৃষ্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকেই। জানা গিয়েছে, "টানা ৫ মিনিট বজ্রপাত ও বজ্রপাতের পর প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়।"