রাজ্যে তাপপ্রবাহ, ১২ জনের মৃত্যু

প্রচণ্ড গরম। বিহারে তাপপ্রবাহ। একের পর মৃত্যু। আবহাওয়া বিভাগের সতর্কবার্তা।

author-image
Pritam Santra
New Update
123

নিজস্ব সংবাদদাতা: বিহারেও খুব গরম। তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া দফতর পাটনা জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বক্সার, ভাবুয়া, রোহতাস, ঔরঙ্গাবাদ, ভোজপুর ও আরওয়ালে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাটনা, নালন্দা, শেখপুরা, বাঙ্কা, বেগুসরাই, লখিসরাই, খাগরিয়া, জামুই, জেহানাবাদ, গয়া, ভাগলপুর ও মুঙ্গেরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে তাপপ্রবাহে ১২ জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমের পরিপ্রেক্ষিতে পাটনার ডিএম দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ২৪ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাটনা সহ বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েছে মানুষ। আবহাওয়া অধিদফতর বলছে, আরও কয়েকদিন গরম থাকবে।