শুধু বঙ্গ নয়, দেশের এই রাজ্যগুলোও অস্বস্তিকর গরমে নাজেহাল হচ্ছে

ইতিমধ্যেই ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
heatwave-odisha.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রান্তে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন। দিল্লি, রাজস্থান ও গুজরাটের বেশ কিছু অংশে আগামী কয়েকদিন জুড়ে চলবে এই অস্বাভাবিক তাপপ্রবাহ। ভারতের আবহাওয়া দফতর (IMD) দিল্লির জন্য ইতিমধ্যেই ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করেছে।

রবিবার দিল্লির আয়ানগর অঞ্চলে তাপমাত্রা ৪৪.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা মরসুমের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে, রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাপমাত্রা ছুঁয়েছে ভয়ঙ্কর ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লি, গুজরাট, রাজস্থান ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের একাধিক অঞ্চলেও আসন্ন দিনগুলোতে তাপপ্রবাহের প্রকোপ দেখা দিতে পারে।

rain

বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছর লু-এর মাত্রা এবং ব্যাপ্তি আগের বছরের তুলনায় অনেক বেশি, যার প্রধান কারণ জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান নগরায়ন।

আগামী কয়েকদিন আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা না থাকায় গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস। জনজীবনের পাশাপাশি কৃষিকাজ ও বিদ্যুৎ পরিষেবাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।