৭২ থেকে ৭৫ শতাংশ ব্লকেজ হার্টে! হাসপাতালে অনুব্রত

কয়েকদিন আগে মেয়ে সুকন্যাকে দেখে হাউহাউ করে কেঁদে ফেলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তারপর থেকেই নাকি শরীর ভালো নেই তাঁর। অনেক শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Anubrata Mondal: দুর্নীতির সঙ্গে আপোষ করবে না দল, সাফ জানাল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা: হজম করতে পারছেন না জেলের (Tihar Jail) খাবার। বুকে ব্যাথা-শ্বাসকষ্ট নিয়ে আবার হাসপাতালে (Hospitalised) ভর্তি হলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দিল্লির জি বি পন্থ হাসপাতালে (G B Panth Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে। শরীরে একাধিক সমস্যা দেখা দিয়েছে অনুব্রত মণ্ডলের। আগেও ২ বার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাঁটতে নাকি পারছেন না। তার উপর হার্টে ৭২ থেকে ৭৫ শতাংশ ব্লকেজ (Heart Blockage) দেখা দিয়েছে। লিভারও খারাপ কেষ্টর। সুগার এতোটাই যে ২ বেলা ইনিসুলিন নিচ্ছেন। সামান্য ডাল-তরকারি দিয়ে দেড়টা রুটি খাওয়ায় দুর্বল হয়ে পড়েছেন।