New Update
/anm-bengali/media/post_banners/2LcPy238qwDlSwYvw0TS.jpg)
নিজস্ব সংবাদদাতা: হজম করতে পারছেন না জেলের (Tihar Jail) খাবার। বুকে ব্যাথা-শ্বাসকষ্ট নিয়ে আবার হাসপাতালে (Hospitalised) ভর্তি হলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দিল্লির জি বি পন্থ হাসপাতালে (G B Panth Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে। শরীরে একাধিক সমস্যা দেখা দিয়েছে অনুব্রত মণ্ডলের। আগেও ২ বার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাঁটতে নাকি পারছেন না। তার উপর হার্টে ৭২ থেকে ৭৫ শতাংশ ব্লকেজ (Heart Blockage) দেখা দিয়েছে। লিভারও খারাপ কেষ্টর। সুগার এতোটাই যে ২ বেলা ইনিসুলিন নিচ্ছেন। সামান্য ডাল-তরকারি দিয়ে দেড়টা রুটি খাওয়ায় দুর্বল হয়ে পড়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us