পেলেন মাত্র ৯ টি ভোট- নির্বাচনে লড়াইয়ে নেমে চরমতম লজ্জার হার হলো এই প্রার্থীর

নির্বাচনে লড়াইয়ে নেমে চরমতম লজ্জার হার হলো এই প্রার্থীর।

author-image
Aniket
New Update
voter list

File Picture

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার জুবলী হিলস উপনির্বাচনে লড়াইয়ে নেমে চরমতম লজ্জার হার হলো রাঠোদ রবীন্দ্র নায়েকের। ৫৮ জন প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র হিসাবে ভোটযুদ্ধে নেমেছিলেন তিনি। তবে সবচেয়ে কম ভোট পেয়ে তিনি রয়েছেন ৫৮ নম্বরে। তিনি পেয়েছেন মাত্র ৯ টি ভোট। যেখানে নোটা পেয়েছে ৯২৪ টি ভোট।