বিজেপির সঙ্গে জোট বাঁধাই কাল হল? পদত্যাগের হিড়িক দলে!

জেডি (এস) এনডিএ-তে যোগ দেওয়ার পরে, জোটে এখন মোট ৩৯ টি দল রয়েছে। এর আগে সারা দেশ থেকে ৩৮টি দল এই জোটের অংশ ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে এই পদক্ষেপ বিজেপি এবং জেডিএস উভয় দলের জন্যই খুব উপকারী হতে পারে।

author-image
SWETA MITRA
New Update
jds modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির সঙ্গে জোট বেঁধেছে জেডিএস (JDS)। এদিকে এই জোট বাঁধার ফলে দল ছাড়ছেন অনেকেই বলে অভিযোগ । এবার এই প্রসঙ্গে বড় মন্তব্য করলেন জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী (HD Kumaraswamy)। বিজেপির সঙ্গে জোট করার পর মুসলিম নেতাদের জেডিএস ছাড়ার প্রবণতা বাড়ছে? এই প্রসঙ্গে জেডিএস নেতা জানান, "ক্ষতির প্রশ্নই ওঠে না। কেউ পদত্যাগ করছে না, কিন্তু কয়েকজন পদত্যাগ করতে পারে।“