অভিষেকের দিল্লি মিশন সফল! রাজধানীর রাজনীতিতে এন্ট্রি হল?

রীতিমতো দিল্লি কাপিয়ে চলে এসেছে তৃণমূল। আর যা নেতৃত্বে এটা সম্ভব হয়েছে তিনি হলেন দলের কান্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য রাজনীতি থেকে উঠে আসা এই মুখ যে দিল্লির বুকে নিজের ছাপ ফেলবে সেটা স্পষ্ট।

author-image
Anusmita Bhattacharya
New Update
ABHISHEK TAN.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজঘাট, যন্তরমন্তর, তারপর কৃষিভবন- গত দু’দিন ধরে দিল্লি কাঁপিয়ে দিয়েছে তৃণমূল। জাতীয় রাজনীতিতে নিজেদের পদচিহ্ন আরও স্পষ্ট করে দিল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু’দিনের ‘মিশন দিল্লি’ চূড়ান্ত সফল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যের শাসক দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে যে দিল্লি অভিযানের মধ্য দিয়ে নাকি এবার রাজধানীর রাজনীতিতে অভিষেক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতৃত্বে ছিলেন তিনি। আর বলা বাহুল্য, তাঁর পরামর্শকেই কার্যত আদেল ধরে নিয়েছে এগিয়েছে তৃণমূল দিল্লিতে। অন্তত এমনই মনে করছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। দিল্লি এখন আর শুধু টার্গেট নয়, গোটা তৃণমূলই এবার দিল্লি অভিমুখী হয়ে গেছে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পটভূমি হিসেবে এবার দিল্লিকেই বেছে নিল তৃণমূল।

গত দু’দিনে তৃণমূলের দিল্লি অভিযানে নেতৃত্ব দিয়েছেন দলের অঘোষিত কান্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এবার আর যেতে পারেননি। তবে অভিষেক গতকালই হুঙ্কার দিয়ে রেখেছেন যে তৃণমূল আবার রাজধানীতে আসবে আন্দোলনের সুর চড়িয়ে দিতে। সঙ্গে এবার দলের সুপ্রিমো মমতার নেতৃত্ব থাকবে। আগামী দু’মাস পরই মমতার নেতৃত্বে ফের দিল্লি যেতে পারে তৃণমূল। সামনেই লোকসভা নির্বাচন রয়েছে। আর তার আগে যে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে মুহুর্মুহু বোমা বর্ষণের মতোই বারংবার দিল্লি যাত্রা করতে চায় তৃণমূল, এ কথা বেশ স্পষ্ট হয়ে গেল।

দিল্লি অভিমুখী এই আন্দোলনে রাজ্য রাজনীতির মূলত দু’টি টার্গেট। একদিকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বাংলার দাবি-দাওয়া নিয়ে দিল্লিতে আন্দোলন করা। আর অন্যদিকে রাজধানীর বুকে লড়াইয়ের অভিঘাতকে বাংলার প্রান্তে পৌঁছে দেওয়া। এটাই এখন স্ট্র্যাটেজি নিয়েছে ঘাসফুল শিবির। আর এই লক্ষ্যেই এবার শুধু মৌখিক বা নীতিগত লড়াই নয়, দিল্লির মাটিতে দাঁড়িয়ে সশরীরে উপস্থিত থেকে বিজেপি-বিরোধী লড়াইয়ের উত্তাপ আরো বাড়িয়ে দিতে চাইছে তৃণমূল। 

আরও একটি প্রচ্ছন্ন বার্তাও দিতে পারে তৃণমূল। তা হল রাজধানীর বুকে রাহুলের পাশাপাশি আরও এক যুব মুখ অভিষেক উঠে এল। তবে অন্য কোনও বন্ধু দলের সাহায্য ছাড়াই অভিষেকের নেতৃত্বে এককভাবে তৃণমূলের এই কর্মসূচি যেভাবে দিল্লিতে চাঞ্চল্য ফেলেছে তাতে ইন্ডিয়া জোটের কাছেও কি এই বার্তাই দিয়ে রাখল তৃণমূল শিবির? অভিষেকের নেতৃত্বে দু’দিনের মিশনে যে এই বার্তা ছিল না, একথা বলা শক্ত।