হিংসার আগুনে জ্বলছে হরিয়ানা, আসল মাস্টারমাইন্ড কে?

হরিয়ানায় (Haryana) দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে ঘিরে বাড়ছে উদ্বেগ। হরিয়ানার ডিজিপি পি কে আগরওয়াল জানিয়েছেন, ‘গতকাল থেকে নুহ শহরে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। '

author-image
SWETA MITRA
New Update
haryana clash.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানার (Haryana)নুহ-জলভিষেকযাত্রারসময়সহিংসতারআগুনছড়িয়েপড়েছেএকাধিকস্থানে।এই হিংসার ঘটনায় এখনও অবধিছয়জননিহতহয়েছেন।নুহেরপরিস্থিতিএখনওউত্তেজনাপূর্ণ। এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে সেই নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ।  সন্দেভভাজনদেরখোঁজে একের পর এক অভিযান শুরু করেছেপুলিশ। জানা গিয়েছে,১৫০জনেরওবেশিলোককেজিজ্ঞাসাবাদকরাহচ্ছে। এদিকেদুষ্কৃতীদেরতাণ্ডবেবিপর্যস্তহয়েপড়েছেসেখানকারজনজীবন।ঘটনার নেপথ্যেএকাধিকমাস্টারমাইন্ডরয়েছেবলেঅনুমানপুলিশের।একেরপরএকগাড়িতে, দোকানেআগুন, পাথরছোঁড়ারঘটনাঘটছে।পরপরদোকানেভাঙচুরঅবধিচালাচ্ছেদুষ্কৃতীরা।নুহ, গুরুগ্রাম, রেওয়ারি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজনহোমগার্ডেরমৃত্যু অবধি হয়েছে।