হরিয়ানা নির্বাচন 2024: 'কংগ্রেস ৭০ পার, বিজেপির ঝুলিতে ১০ টিও আসন না!'

এবার বড় দাবি করা হল?

author-image
Aniket
New Update
modi shahss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: হরিয়ানায় রাজ্য নির্বাচন চলছে। এই নির্বাচন নিয়ে এবার বড় দাবি করলেন কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা।

তিনি বলেছেন, "কংগ্রেস ইতিমধ্যেই হরিয়ানায় ৭০ টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। দল আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি অহংকারে নয়, বিনয়ের সাথে এবং মানুষের ভালোবাসা ও ভালোবাসার ভিত্তিতে বলছি। অন্যদিকে, বিজেপি ১০ টি আসনও পাবে না।" তবে হরিয়ানায় ফের রাজত্ব গড়ার ক্ষেত্রে ব্যাপক ভাবে আশাবাদী বিজেপি। 

Adddd

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .