নিজস্ব সংবাদদাতাঃ কৃষক মিছিল প্রসঙ্গে হরিয়ানার শিক্ষামন্ত্রী কানওয়ার পাল বলেছেন, "এই বিজেপি সরকার কৃষকদের জন্য যে কাজ করেছে, তা এর আগে কোনও সরকার করেনি। আমরা কৃষকদের সঙ্গে আছি। আমার মনে হয় এর পেছনে রাজনীতি আছে। সরকার চায় কৃষকরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক। সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। কৃষকরা সন্তুষ্ট হলেও আন্দোলনকারীরা আন্দোলন করছেন। সাধারণ কৃষক বলছেন, এর চেয়ে ভালো সরকার আর হয় না।"
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)