আম আদমি পার্টির সততার মুখোশ গেল খুলে- বিস্ফোরক মুখ্যমন্ত্রী!

আর কি বললেন মুখ্যমন্ত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
aap

নিজস্ব সংবাদদাতা:হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি আম আদমি পার্টিকে করলেন কটাক্ষ। তিনি বলেছেন, "দেশ এবং দিল্লির সামনে আম আদমি পার্টির সততার মুখোশ উন্মোচিত হয়েছে... আপ ২০২৭ সালের পাঞ্জাব নির্বাচনে মুছে যাবে কারণ তারা জনগণকে সুবিধা দিচ্ছে না। দিল্লির মতো, সেখানেও আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর করা হচ্ছে না।"