দেশের মানুষের বিরুদ্ধে বিষ...এবার ক্ষমা চাইবে রাহুল-কংগ্রেস! বড় ঘোষণা

রাহুল গান্ধীর ভাষণ প্রসঙ্গে বড় মন্তব্য করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি।

author-image
Aniruddha Chakraborty
New Update
rahul gandhiww1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভায় রাহুল গাঁধীর ভাষণ প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেন, "গতকাল ভারতের গণতন্ত্রের মন্দিরে যে অধ্যায় ঘটেছে- নতুন বিরোধী দলনেতা দেশের একটি বড় অংশকে অপমান করেছে। প্রথমেই আমি এর তীব্র নিন্দা জানাই। বিরোধীদের যে ভূমিকা পালন করা উচিত ছিল, তা আমরা দেখছি না। আমি বিশ্বাস করি, মিথ্যা বলে রাহুল গান্ধী সংসদীয় মর্যাদা নষ্ট করেছেন। ক্ষমতাসীন পক্ষ তার বক্তব্যের সত্যতা প্রমাণের দাবি জানিয়েছে। কিন্তু তিনি বিষয়টি প্রমাণ করা থেকে বিরত থাকেন। আমি মনে করি এটি কংগ্রেস দলের হতাশা। তিনি দেশের মানুষের বিরুদ্ধে যে বিষ ছড়িয়েছেন তার জন্য তাঁর দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেসেরও ক্ষমা চাওয়া উচিত।

;ল্কম্ব