দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি

নবরাত্রি ও বিজয়াদশমীতে শুভেচ্ছা, উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-01 10.00.09 PM

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মোদি নবরাত্রি ও বিজয়াদশমী উপলক্ষে হরিয়ানার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরও বলেন, বৈঠকে হরিয়ানার বেশ কিছু আসন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই সম্পন্ন হওয়া কাজগুলিও তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর সামনে। মুখ্যমন্ত্রী সাইনি জানান, “হরিয়ানার উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আজকের বৈঠকে তার অনেক দিক নিয়েই বিস্তারিত আলাপ হয়েছে।”

মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে হরিয়ানার উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।