ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে হরিশ রাওয়তের প্রতিক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশে হরিশ রাওয়তের প্রতিক্রিয়া।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-15 2.38.48 PM

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা হরিশ রাওয়ত সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেন, যেখানে ওয়াকফ (সংশোধনী) আইনের কিছু ধারায় আংশিক স্থগিতাদেশ জারি করা হয়েছে।

রাওয়ত বলেন, “সুপ্রিম কোর্ট ওয়াকফের ইতিহাস, ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন এবং এর সঙ্গে জড়িত মানুষের আবেগ সম্পর্কে অবগত। একই সঙ্গে আদালত সরকারের উদ্দেশ্য ও এর পিছনের রাজনীতিও জানে। আমরা আশা করি, যদি সরকার ন্যায় দিতে না পারে, তবে সুপ্রিম কোর্ট তা করবে। সিদ্ধান্ত হওয়া উচিত আইন, সংবিধান এবং দেশের স্বার্থে। যদি সংবিধান প্রদত্ত অধিকারগুলো প্রতিটি ধর্মের ক্ষেত্রে মানা না হয়, তবে সেগুলোর নিশ্চয়তা দেওয়া আদালতের এখতিয়ার।”

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সম্প্রতি আইনটির সেই ধারায় স্থগিতাদেশ দিয়েছে যেখানে বলা হয়েছিল, কোনো সম্পত্তি ওয়াকফ হিসেবে দান করতে হলে ওই ব্যক্তি অন্তত পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম অনুশীলনকারী হতে হবে।