রায় ঘোষণার পরেও হাল ছাড়তে নারাজ LGBTQIA+ সম্প্রদায়

ভারতে LGBTQIA+ সম্প্রদায়কে বিয়ের সমতার অধিকার দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট।

author-image
SWETA MITRA
New Update
lggg.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সমলিঙ্গে বিবাহের (Same Sex Marriage) বৈধতা দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। এদিকে এই বিষয়ে নিয়ে বড় মন্তব্য করলেন এলজিবিটিকিউআইএ+ (LGBTQIA+) অধিকারকর্মীহরিশআইয়ার। তিনি বলেন, "যদিওশেষপর্যন্তরায়আমাদেরহলনা, তবেসুপ্রিমকোর্টেরঅনেকপর্যবেক্ষণআমাদেরপক্ষেরয়েছে।তারাকেন্দ্রীয়সরকারেরউপরওদায়চাপিয়েদিয়েছেএবংকেন্দ্রীয়সরকারেরসলিসিটরজেনারেলআমাদেরবিরুদ্ধেঅনেককিছুবলেছেন, তাইআমাদেরনির্বাচিতসরকার, সাংসদএবংবিধায়কদেরকাছেযাওয়াএবংতাদেরবলাগুরুত্বপূর্ণযেআমরাদুজনব্যক্তিরমতোআলাদা। লড়াই চলছে।কিছুসময়লাগতেপারেকিন্তুআমরাসামাজিকসমতাপাব।“ দেখুন ভিডিও...