হন্ডুরাসের ভারতীয়দের জন্যে কি বার্তা দিলেন বিদেশমন্ত্রী?

'প্রাথমিক সতর্কতা ব্যবস্থা স্থাপনে নিযুক্ত আছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
s jaishankarty2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: হন্ডুরাস দূতাবাসের উদ্বোধন অনুষ্ঠানে ফের একবার জরুরি বার্তা দিলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এদিন বিদেশমন্ত্রী বলেন, “গ্লোবাল সাউথ সহযোগিতার অংশ হিসেবে, আমাদের উন্নয়নমূলক অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা রয়েছে। আমরা স্বাস্থ্যের উপর জোর দিয়েছি। আমরা এখন একটি প্রাথমিক সতর্কতা ব্যবস্থা স্থাপনে নিযুক্ত আছি। যার লক্ষ্য দুর্যোগ প্রতিরোধের জন্য হন্ডুরাসের প্রস্তুতি জোরদার করা। বিশ্বব্যাপী আমাদের সহযোগিতা জাতিসংঘ সহ অনেক ক্ষেত্রে অর্থপূর্ণ অভিব্যক্তি হয়ে উঠেছে। বিভিন্ন বহুপাক্ষিক কর্মকাণ্ডে হন্ডুরাস থেকে আমরা যে ধারাবাহিক সমর্থন পাই তার আমরা মূল্য দিই। হন্ডুরাসে ভারতীয় প্রবাসী সংখ্যা কম, কিন্তু তারা প্রাণবন্ত এবং স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি বন্ধুত্বের জীবন্ত সেতু হিসেবে কাজ করে”।

S JAISHANKAR.jpg